রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৪ মার্চ ২০২৫ ১০ : ৩৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো সিম কার্ড ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার থানা। গত মাসের শেষ দিকে অভিযান চালিয়ে ভুয়ো সিম কার্ড কাণ্ডে আট জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের জেরা করে সোমবার দু'জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছে থেকে বিপুল পরিমাণে সিম, নগদ টাকা এবং সিম চালু করার বিভিন্ন যন্ত্র পাওয়া গিয়েছে।
লালবাজার সূত্রে খবর, গত ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করি। ধৃতদের কাছ থেকে ৭২৯টি সক্রিয় ও অব্যবহৃত সিম কার্ড, নয়টি বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ধৃতদের জেরা করে প্রাপ্ত সূত্র অনুযায়ী, সোমবার তিলজলা থানা এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় শুভেন্দু গায়েন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শুভেন্দু পিওএস অপারেটর হিসেবে কাজ করতেন। সাধারণ গ্রাহকদের তথ্য ব্যবহার করে অবৈধভাবে সিম কার্ড চালু করে তা প্রতারকদের কাছে বেশি দামে বিক্রি করতেন। তাঁর কাছ থেকে ১২২২টি সক্রিয় ও অব্যবহৃত সিম কার্ড (বিভিন্ন টেলিকম সংস্থার), প্রায় দু'লক্ষ টাকা নগদ, তিনটি মোবাইল ফোন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজেয়াপ্ত করেছে পুলিশ।
শুভেন্দুকে জেরা করে এক ভুয়ো সিম ব্যবসায়ীর জন্য ফাঁদ পাতে পুলিশ। ওই ব্যক্তি অভিযুক্তের কাছ থেকে ভুয়ো সিম সংগ্রহ করতে আসছিলেন। নির্ধারিত সময় ও স্থানে তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম জিতেন্দ্র আগরওয়াল। তাঁর কাছ থেকে ৫২টি সক্রিয় সিম কার্ড, ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাড়ে ৪৩ হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি/৬৬ডি এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গবার ধৃতদের আদালতে পেশ করা হবে। পুলিশি হেফাজতের আবেদন করা হতে পারে।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?